
ঢাকা: দেশের পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ব বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গত এক বছরে ১ হাজার ৩৩১ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছে। শনিবার রাজধানীর হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত আইসিবি’র ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মজিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান এবং অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এ সময় সবার উপস্থিতিতে কোম্পানির ঘোষিত ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীরা অনুমোদন করে।
এজিএমে দেয়া তথ্য অনুযায়ী, গত ২০১৫-১৬ অর্থবছর আইসিবি পুঁজিবাজারে মোট ৮ হাজার ৬৯৭ কোটি টাকা বিনিয়োগ করে। আগের বছর (২০১৪-১৫ অর্থবছরে) যার পরিমাণ ছিল ৭ হাজার ৩৬৬ কোটি টাকা। এক্ষেত্রে চলতি বছরে আইসিবি ১ হাজার ৩৩১ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছে। শতকরা হিসাবে যা গত অর্থবছরে আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৩১ শতাংশ বেশি বিনিয়োগ।
জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে আইসিবি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ক্রয় এবং লিজ অর্থায়নসহ বিভিন্ন খাতে মোট ৬৩৮.৮০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করে। এছাড়া আলোচ্য অর্থবছরে আইসিবি ২২৪ কোটি টাকার একটি বন্ড ইস্যুর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করে। ২০১৬-১৭ অর্থবছরে কর্পোরেশন লভ্যাংশ, মার্জিন ঋণ, প্রকল্প ঋণসহ অন্যান্য ঋণ বা অগ্রিম খাতে সর্বমোট ৭৫০ কোটি টাকা আদায় করেছে।
অনুষ্ঠানে বিনিয়োগকারীরা আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ৩১৩ দশমিক ৬৯ কোটি টাকা এবং ৩৩১ দশমিক ৬৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।
প্রতিবেদক: রিজাউল করিম, সম্পাদনা: ইয়াসিন