বনানী থেকে উদ্ধার অপহৃত পারভীন আক্তার

ঢাকা: রাজধানীর বনানী থেকে অপহৃত পারভীন আক্তারকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বনানী থানার রেললাইন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় ৪ অপহরণকারীকে। গ্রেফতারকৃতরা হলেন, জুয়েল, কামাল, সুজন ও রমজান।
ডিএমপি (মিডিয়া) অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
১ আগস্ট পারভীন আক্তারকে কাকলী মোড় থেকে অপহরণ করে মোবাইলে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পারভীনের বাবা বিষয়টি পুলিশকে জানালে বনানী থানা পুলিশ এ উদ্ধার অভিযান শুরু করে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই