
বিনোদন ডেস্ক: বন্ডগার্ল হওয়ার সুযোগ নায়িকাদের জন্য একটা কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া এক্ষেত্রে ব্যতিক্রম। বন্ডগার্ল হওয়ার ক্ষেত্রে রীতিমতো শর্তজুড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, পরবর্তী বন্ডসিরিজে অভিনয় করতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি এর আগে এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নারী বন্ড চরিত্রে অভিনয় করতে চান। তবে এরকমটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এরপরও পরবর্তী বন্ড ছবিতে প্রিয়াঙ্কাকে দেখতে চান তার ভক্তরা।
মেরি ক্লেয়ারকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে এই বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, নারী বন্ড হতে তিনি প্রস্তুত। কিন্তু এটি নির্ভর করবে তাকে কি ধরনের চরিত্রের প্রস্তাব দেয়া হবে তার উপর। এছাড়া তার চরিত্রের নাম হতে হবে জেইন।
বর্তমানে আমেরিকার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের শুটিং করছেন প্রিয়াঙ্কা। সূত্র: বলিউড লাইফ।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই