
ঢাকা: দশম জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠক বৃহস্পতিবার কমিটি সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটি সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মোঃ আব্দুল হাই, মোঃ নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মোঃ আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মংলা বন্দরের বিদ্যমান সমস্যা সমাধান এবং উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
মংলা বন্দরে ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের জন্য কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বন্দরসমূহের যন্ত্রপাতি পিপিআর অনুসরণ করে ক্রয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি সমুদ্র বন্দরসমূহের কাজের অধিকতর উন্নয়ন, গতিশীলতা ও অগ্রগতি বৃদ্ধির জন্য বন্দরের কার্য-সময়ের সঙ্গে কাস্টমস ও ব্যাংকসমূহের সময়ের সমন্বয় করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই