
ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি ও দর্শনার্থীদের দুর্ভোগ লাঘবে শিগগিরই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি বলেন, ‘নতুন কারাগারে বন্দি এবং দর্শনার্থীদের যেসব সমস্যা রয়েছে তা নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে। সাক্ষাৎ কক্ষের ভিতরের গ্লাসের কারণে বন্দি এবং দর্শনার্থীরা একে অপরের কথা শুনতে পাচ্ছেন না। তাই শীঘ্রই সেখানকার কাঁচ অপসারন করে গ্রিল স্থাপন করা হবে।’
পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’ কেরানীগঞ্জে স্থানান্তরের ৮ দিন পর শুক্রবার দুপুরে নতুন এই কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন নতুন কারাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং কার্য পদ্ধতি সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া তিনি বন্দিদের সেবা নির্বিঘ্ন ও দর্শনার্থীদের দুর্ভোগ লাঘবে জেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
কারা মহাপরিদর্শক বলেন, ‘এই কারাগারে ৬০টি চুলায় ২৫০ পাতিলে প্রতি বেলার জন্য বন্দিদের খাবার রান্না হয়। এটি খুব একটা সহজ বিষয় নয়। তবে আমরা ক্রমান্বয়ে সব সমস্যার সমাধান করবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘সাক্ষাৎকার কক্ষটিতে ২ তলা থেকে ৪ তলায় উন্নিত করা হবে। তবে এজন্য সময় লাগবে। দর্শনার্থীদের বিশ্রামের জন্য অস্থায়ী শেড বানানো হবে। ইতিমধ্যে টিন আনা হয়েছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস