
কাবুল: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের একজন বিচারককে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা। ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানান, বৃহস্পতিবার জঙ্গিরা বিচারককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাকে গুলি করে হত্যা করে।শনিবার জনগণকে দেখানোর উদ্দেশ্যে তার মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে দেয়া হয়।
খাক-ই-সাফিদ জেলায় বিচারককে গুলি করে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়। ফারাহ প্রদেশের এই জেলাটি তালেবান নিয়ন্ত্রিত অস্থির একটি এলাকা। মেহরি জানান, কারা এজন্য দায়ী তা তদন্ত করে দেখা হচ্ছে। গত মাসে মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদা নতুন তালেবান নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে আফগানিস্তানে সহিংসতার মাত্রা বেড়ে গেছে।
এর আগে গত মে মাসে ৪ তালেবানসহ ৬ জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আদেশ দেয়ার পর, তালেবান গোষ্ঠী বিচারিক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছিল। সূত্র: আল জাজিরা।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই