
ঢাকা: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি শরীফুলই সন্দেহভাজন ব্লগার হত্যাকারী, যার বেশ কয়েকটি নাম ছিল। শুক্রবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, মেরাদিয়ায় বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি শরীফুলই সন্দেহভাজন ব্লগার হত্যাকারী। জঙ্গিরা একেক জন, একেক জায়গায় একেক নামে আত্মপ্রকাশ করে। কাজেই আমাদের কাছে যে নাম তারা স্বীকার করেছে, আমরা সেই নামটি প্রকাশ করছি।
দেশে চলমান ধারাবাহিক গুপ্তহত্যায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ মে আনসারুল্লাহ বাংলাটিমের ছয় সদস্যের ছবি প্রকাশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়। ওই তালিকায় প্রথম নামটিই ছিল বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি শরীফুলের। তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল পাঁচ লাখ টাকা।
গত ১৮ জুন মধ্যরাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান শরীফুল। সে নিহত হওয়ার পর জানা যায় তার আসল নাম মুকুল রানা, গ্রামের বাড়ি সাতক্ষীরায়। মুকুলের বাবা আবুল কালাম আজাদ নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, মুকুল চার মাস ধরে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে যশোরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো।
বন্দুকযুদ্ধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রসফায়ার আমাদের পুলিশরা করে নাই। কারণ, আমাদের মূল উদ্দেশ্য হলো, তাদের থেকে তথ্য নেয়া এবং তারা যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা না করতে পারে। কাজেই আমরা সেই জায়গাটিতেই বিশ্বাস করি।’
‘কাজেই কোনো ক্রসফায়ার পুলিশ করেনি; বরং আত্মরক্ষা কিংবা তাকে ধরতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটছে।’ যোগ করেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই