‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রহিজ মিয়া (৪৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্য আহত হয়েছেন।
উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় সোমবার রাত দেড়টার দিকে উপজেলার এ ঘটনা ঘটে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রহিজ মিয়া পাশের আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের মৃত সওদাগর আলী ফকিরের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, একশ’ বোতল মদ, ১৫ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন