
ময়মনসিংহ: নান্দাইল উপজেলার ডাংগীর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী শফিউল ইসলামসহ ২ জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় তিন র্যাব সদস্যও আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, ‘জঙ্গি শফিউলকে ছিনিয়ে নিতে রাত ১১টার দিকে অতর্কিত বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গিরা। এ সময় র্যাবের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। এতে শফিউল ইসলাম ওরফে শরীফুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল ওরফে সোহানসহ দুই জঙ্গি নিহত হন।’
র্যাবের লিগাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, র্যাবের টহল গাড়ি লক্ষ করে বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় র্যাব-১৪ এর সদস্যদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলিতে শফিউলসহ দুজন গুলিবিদ্ধ হন।
এএসপি মিজান বলেন, ‘ওই ঘটনায় র্যাব-১৪ এর তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি মটরসাইকেল, অস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় র্যাবের অভিযান চলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস