
ঢাকা: সরকারের নির্দেশে দেশে অন্তত সাড়ে ৫০০ পর্ন-সাইট বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির মিডিয়া ও প্রযুক্তি বিভাগের পরিচালক মো. সারওয়ার আলম বিবিসি বাংলাকে জানান, ক্ষতিকারক পর্নসাইট বাছাইকরণ কমিটির পর্যালোচনা ও নির্দেশেই দেশের প্রায় সাড়ে ৫০০ পর্নসাইট বন্ধ করা হচ্ছে। যুবসমাজের অবক্ষয় রোধে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
সরকার যে পর্ন ওয়েবসাইট বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সে ব্যাপারে বেশ কিছুদিন আগেই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন পর্ন ওয়েবসাইটের তালিকাও করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি তালিকা বিটিআরসির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠিয়ে দেয়া হয়েছে। তালিকাভুক্ত পর্ন ওয়েবসাইটগুলো বন্ধে কাজও করছে বিটিআরসি।
তালিকাভুক্ত সাইটগুলোর মধ্যে দেশের অভ্যন্তরে পরিচালিত পর্নসাইটগুলোই বেশি, তবে কয়েকটি বিদেশি সাইটও রয়েছে তালিকায়। বিটিআরসি জানায়, এ সংক্রান্ত কমিটি ওয়েবসাইটের তালিকা করাসহ পুরো বিষয়টি তদারকি করছে। ভবিষ্যতে প্রয়োজনে আরো পদক্ষেপ নেয়া হবে।
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ