
ঢাকা: বন্যাদুর্গত মানুষের পাশে রাজনীতিবিদদের দেখতে পাচ্ছিনা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মায়া বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলো অন্য কাজে ব্যস্ত বেশি। বন্যাদুর্গত মানুষের পাশে তো তাদের দেখতে পাচ্ছি না।’ এসময় মন্ত্রী দেশের সব রাজনৈতিক দল, বিত্তবান ব্যক্তি ও বেসরকারি সংস্থাগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ত্রাণমন্ত্রী জানান, দেশের ১৬টি জেলার ৫৯টি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৯ হাজার ৩১৪টি ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও ১২ হাজার ৩৭১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৯টি আশ্রয়কেন্দ্রে ৭ হাজার ৩৭৫ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় ৩৪৬টি মেডিকেল টিম কাজ করছে।
মন্ত্রী জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদারকি দল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ছাড়া বন্যাকবলিত এলাকার প্রশাসনকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে দেওয়া বন্যা পরিস্থিতি-বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত বন্যায় ১৪ জন মারা গেছেন। এর মধ্যে জামালপুরে সর্বোচ্চ সাতজন মারা গেছেন।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন, অধিদপ্তরের কাছে যথেষ্ট পরিমাণে ত্রাণ মজুত রয়েছে। বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই