
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৪ আগস্ট গাইবান্ধায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন। এ সময় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে থাকবেন।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, বন্যা কবলিত মানুষের পাশে অতীতের মতো জাতীয় পার্টি এখনও পাশে থাকবে। বিগত ৮৮ সালের বন্যার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলমান বন্যা মোকাবেলায় জাতীয় পার্টি বন্যার্থ মানুষের জন্য কাজ করবে।
তিনি বন্যাদুর্গত মানুষের পাশে সকল নেতা-কর্মীকে এগিয়ে আসারও জন্য অনুরোধ জানান। তিনি সোমবার বিকাল ৪টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেশে চলমান বন্যা পরিস্থিতির উপর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান- আরিফুর রহমান খান ও নুরুল ইসলাম নুরু।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই