
জামালপুর: মাদারগঞ্জের দুর্গম চরাঞ্চলে বন্যা দুর্গতদের মাঝে দিনব্যাপী বিপুল পরিমান ত্রাণ প্রদান করলো জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখের ভিটা দারুল মাদ্রাসা। মাদারগঞ্জ উপজেলার বালিগুড়ি ইউনিয়নের নাদাগাড়ি, চরশোভা গাছা ও বালিজুড়িতে মঙ্গলবার এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ কামরুল ইসলাম, যুগ্ম সেক্রেটারী মোঃ শফিকুর রহমান শফিক, সদস্য গোলাম হোসেন তোতা, বিএসি মাদারগঞ্জ মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন তারা, ইউসুফ আলী মোস্তফা, ডা. রোকেয়া খাতুন, নছর মন্ডল, মোঃ জিল্লুল খান ও মাদ্রাসার ৯ম-১০ম শ্রেণীর ছাত্ররা।
ত্রাণ সামগ্রীর মধ্যে বস্ত্র, চিড়া,মুড়ি, গুড়, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, বিস্কুট ও পানিবাহিত রোগের বিভিন্ন ঔষধ ইত্যাদি। যে সমস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে এ পর্যন্ত এ এলাকায় আর কেউ ত্রাণ নিয়ে আসেনি বলে বন্যার্তরা জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসআই