Friday, July 1st, 2022
বন্যায় ৬০ জনের মৃত্যু, রোগাক্রান্ত ৩৫শ
August 4th, 2016 at 11:25 am
বন্যায় ৬০ জনের মৃত্যু, রোগাক্রান্ত ৩৫শ

ঢাকা: দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা দেশের ১৬টি জেলার  বন্যায় এ পর্যন্ত নয়দিনে পানিতে ডুবে শিশুসহ ৫৫ জন ও সাপের কামড়ে পাঁচজনসহ ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৩৫শ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের  জানিয়েছে এ তথ্য।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, ১৬ জেলার ৭২ উপজেলার ৩৭৮ ইউনিয়নের ৬ লাখ ৮৫ হাজার ৯১৪টি পরিবার এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ১১২টি পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।

দুর্গত এলাকায় পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে নানা ধরনের রোগবালাই। ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ, শ্বাসনালির প্রদাহসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বানভাসিরা। এদিকে দেশের উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে থাকলেও দেখা দিয়েছে বন্যা-পরবর্তী নানা সমস্যা। সিরাজগঞ্জের যেসব অঞ্চল গো-খামারের জন্য বিখ্যাত, সেখানে দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট।

অপরদিকে বগুড়ায় স্থগিত করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। দক্ষিণে পদ্মা ও মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরে দেখা দিয়েছে নতুন করে বন্যার আভাস।

এছাড়াও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেখা দিয়েছে মানুষ ও গবাদি-পশুর খাদ্য সংকট। বন্যার কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে প্রয়োজনমতো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছে না বানভাসি মানুষ।

শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী গ্রামের খামারি সুলতান মাহমুদ বলেন, বন্যার কারণে এমনিতে নিজেরাই বিপদে আছি। তার ওপর গবাদি পশু রাখার জায়গা ও গো-খাদ্য নিয়ে সৃষ্টি হয়েছে সংকট। বন্যার পানিতে গো-চারণভূমি তালিয়ে যাওয়ায় গরুকে কাঁচা ঘাস খাওয়াতে পারছি না। ফলে দুধ উৎপাদনও কমে গেছে।

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দক্ষিণের চাঁদপুর জেলায় দেখা দিয়েছে নতুন করে বন্যার আভাস। পদ্মা আর মেঘনা নদীর পানি অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে চাঁদপুর শহরের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে।

বন্যার কারণে বগুড়ায় ৪৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার থেকে জেলার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার এসব প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের কথা ছিল। কিন্তু বন্যার কারণে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা কমিটির বৈঠক থেকে এসব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হয়।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গদ্দিমারী, সিন্দুর্ণা, ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া, কালীগঞ্জের তুষভাণ্ডার, কাকিনা, ভোটমারী, আদিতমারীর মহিষখোচা, লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের ৫০ হাজারের বেশি মানুষ বন্যার কারণে চরম সংকটে দিন যাপন করছেন।

নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার