বন্যা: সরিয়ে নেয়া হলো ল্যুভর জাদুঘরের শিল্পকর্ম

প্যারিস: ফ্রান্সে ভয়াবহ বন্যায় বন্ধ করে দেয়া হয়েছে দেশটির বিখ্যাত ল্যুভর অ্যান্ড অরসে জাদুঘর। সরিয়ে নেয়া হয়েছে এর মূল্যবান শিল্পকর্মগুলো। এছাড়া প্যারিসের অন্যান্য প্রদর্শনী গ্যালারিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
গত ৩০ বছরের মধ্যে এইবারের বন্যায় প্যারিসের সেইন নদীর প্রানিপ্রবাহ সবচেয়ে উঁচুতে গিয়ে ঠেকেছে। সেন্ট্রাল প্যারিসে এর পানির উচ্চতা ১৯ ফুট ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী সেগোলিন রয়াল।
ফলে তীব্র বন্যা ঝুঁকির মধ্যে রয়েছে প্যারিস। এদিকে ইউরোপজুড়ে বন্যায় ১৫ জন মারা গেছেন। ফ্রান্স থেকে ইউক্রেন- বিভিন্ন দেশে তারা মারা গেছেন।
ফ্রান্সে মারা গেছেন ২ জন। দক্ষিণ জার্মানিতে মারা গেছেন ১০ জন। রোমানিয়ায় মারা গেছেন ২ জন ও একজন মারা গেছেন বেলজিয়ামে। বিভিন্ন শহরে বন্যায় মারা গেছেন তারা। সূত্র: বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই