
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৩৫০টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ২৪ হাজার ৩৯১ জন।
এরফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ১৮ জন পরীক্ষার্থী ভর্তির জন্য লড়াই করবে।।
পূর্বের ১৮টি বিভাগের সাথে চলতি শিক্ষাবর্ষ থেকে ‘কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দর্শন’ বিভাগ যুক্ত হয়েছে।
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদেরকে প্রচলিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে না। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন্ন ভর্তি পরীক্ষা থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
তবে স্ব স্ব ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদান সাপেক্ষে শিক্ষার্থীদের অন্য ইউনিটের বিভাগসমূহে ভর্তির সুযোগ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ রুমি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ৩০ অক্টোবর রাত ১২টায় শেষ হয়েছে।
নির্ধারিত সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২০টি বিভাগের ১ হাজার ৩৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৩৯১ জন শিক্ষার্থী আবেদন করেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে ১১ টা, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা এবং ১৮ নভেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ