বরগুনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরগুনা: বরগুনা পৌর শহরের খাকদন নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, সকালে খাকদন নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এমএস