বরিশালে অস্ত্র মাদক উদ্ধার, আটক ৩

বরিশাল: জেলার উজিরপুরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং তিন জনকে আটক করেছে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল পর্যন্ত উজিরপুরের দক্ষিণ মাদারসী গ্রামে এ অভিযান চালায় উজিরপুর থানা পুলিশ।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, আন্তঃজেলা মাদক ব্যবসায়ী নারগিসের বাসায় অভিযান চালালে সেখান থেকে নারগিস ও জিয়া নামে দুই মাদক-ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্য মতে, পুনরায় অভিযান চালিায়ে একটি পাইপ গান, ২ রাউন্ড গুলি, ৪টি ককটেল ও ৫৮ পিস ইয়াবা উদ্ধার করে। পাশাপাশি আনিস নামে এক মাদক সেবীকেও আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত নারগিস ও জিয়ার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তবে অপর আটক মাদকসেবী আনিসের বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
বরিশাল প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ