
বরিশাল: বরিশালে উদ্বোধন হলো ৭ দিন ব্যাপী আয়কর মেলা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ মেলার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ।
মেলা উদ্বোধনের পর হল প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মোস্তাক আলী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
সভায় বক্তারা বলেন, আয়কর দেয়া মানে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা। একটি দেশ যখন এগিয়ে যায় তখন অনেক কিছুরই দরকার হয়। যা পুরোটাই জনগণকে দিতে হয় এই আয়করের মাধ্যমে। আয়কর দেয়া দেশের নাগরিকদের কর্তব্য।
অশ্বিনী কুমার হলে আগামী ৭ নভেম্বর পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব