
বরিশাল: নগরির ডিসিঘাট এলাকা থেকে বিভিন্ন জিহাদি বই, জন্মসনদ ও নাগরিক সনদপত্রসহ জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক যুবক ফরহাদকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানান কোস্টগার্ড বরিশাল কন্টিজেন্ট কমান্ডার মো: ইসমাইল হোসেন।
কোস্টগার্ডের সূত্রে জানা গেছে, নগরীর ডিসিঘাট এলাকায় সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করার সময় ওই যুবককে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগে বেশ কিছু ইসলামী বইসহ জন্মসনদ ও নাগরিক সনদপত্র উদ্ধার করা হয়েছে।
আটক যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া জন্মসনদে তার নাম উল্লেখ করা হয় ফরহাদ হোসেন (১৮), পিতা হাকিম ঢালী, মাতা তাছলিমা বেগম, গ্রাম পালপাড়া, ইউনিয়ন ধুলখোলা, হিজলা বরিশাল।
এছাড়াও আটক যুবকের কাছ থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সুরুজ মিয়ার স্বাক্ষরিত একটি নাগরিক সনদপত্রও উদ্ধার করা হয়।
এতে তার নাম ফরহাদ হোসেন, পিতা শাখাওয়াত হোসেন, মাতা ফাতেমা খাতুন এবং ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা উল্লেখ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই