
বরিশাল: ‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে, এই বাংলায়’ এ কবিতাকে ধারণ করে কবি জীবনানন্দ দাশের ১১৮তম জন্ম দিবস উপলক্ষ্যে বুধবার শুরু হয়েছে জীবনানন্দ মেলা।
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে শুরু হয়েছে তিনদিনের জীবনানন্দ মেলা। কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরন’ এর আয়োজনে এ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্ধশতাধিক স্টল রয়েছে। তিনদিনের এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে।
বুধবার সকালে এ মেলার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজ অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, নাট্যজন সৈয়দ দুলাল, প্রফেৃসর শাহ্ সাজেদা। আলোচনা সভায় বক্তারা বলেন, কবি জীবনানন্দ দাশ এই কলেজেই অধ্যয়ন করেছেন। শিক্ষকতাও এই কলেজেই করেছেন। আমরা চাই জীবনানন্দকে সবাই জানুক। এই মেলা জীবনানন্দকে জানার জন্য আগ্রহ সৃষ্টিতে ফলপ্রসূ হবে।
‘উত্তরন’ এর সভাপতি দিদারুল ইসলাম বলেন, আকর্শনের জন্য। এছাড়া মেলার প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ