
বরিশাল: নগরীর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কম্পিউটার ল্যাবে ২৫ জন নারী উদ্যোক্তা নিয়ে নয় দিনের আইসিটি প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ’সেন্টার অন বাজেট এন্ড পলিসি’র অর্থিক সহায়তায় এবং এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ’ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরামে’র আয়োজনে বরিশালে নারী উদ্যোক্তাদের ৩য় ব্যাচের নয়-দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।
কোর্স সমাপনকারীরা বলেন, ‘এ কোর্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নারী উদ্যোক্তারা কিভাবে তাদের উৎপাদিত পণ্য সহজে বিপণন ও ব্যবসার প্রসার ঘটাতে পারবেন তা হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে’।
সংগঠনের সভাপতি ডা: বনলতা মুর্শিদার সভাপতিত্বে কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান, বিশেষ অতিথি মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ।
বুধবার বিকেল ৫টায় নগরীর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কম্পিউটার ল্যাবে নারীদের ৩য় ব্যাচের আইসিটি প্রশিক্ষণ কোর্সের সমাপ্তিতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড.গাজী মো: সাইফুজ্জামান ।
প্রতিনিধি, সম্পাদনা- হাসান জিহাদ, জাহিদুল ইসলাম