
বরিশাল: বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জেল হত্যা দিবস’। দিবসটি পালন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ পৃর্থক কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করে ।
সকাল ৯ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সংসদ সদস্য অ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুসসহ দলীয় নেতৃবৃন্দ।
একই সময়ে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের নেতা গোলাম মাসউদ বাবলু, এনায়েত হোসেন প্রমুখ।
পরে জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, মহানগর শ্রমিক লীগ জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: মাহতাব শফি