
বরিশাল: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি নবম বারের মতো মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল রিপোটার্স ইউনিটির আয়োজনে এবং বিভাগীয় আনসার ও ভিডিপির সহযোগিতায় বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বিভাগীয় আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে সকাল ৮টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র-ছবি ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানা উপকরণ, চিঠি, ডায়েরি, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ৯ নং সেক্টরের উপ-প্রধান ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ, বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি, বিভাগীয় আনসার ও ভিডিপির পরিচালক সহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, তরুন প্রজন্মের মানৃষ সহ সর্বস্তরের জনগণ তা পরিদর্শন করেন।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে প্রথা মাফিক বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ, শরীরচর্চা, ইসলামিয়া কলেজ, সাংস্কৃতিক সংগঠন সম্বনয় পরিষদ, মৃক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন সহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক স্থানে প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক ও সম্মাননা প্রদান অনুণ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিনিধি, সম্পাদনা: জাহিদ