
বরিশাল: জেলার হিজলা উপজেলার চরকুসুরিয়াতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হয়েছে স্বামী কবির সরদার (২৪)।
বুধবার সকাল ৯ টায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পেশায় মৎস্যজীবী কবির ওই গ্রামের নূরুল হক সরদারের ছেলে।
ঘটনাস্থলে থাকা হিজলা থানার এসআই মো. নাসির স্থানীয়দের বরাত দিয়ে জানায়, একই গ্রামের আ. রাজ্জাক বেপারীর কন্যা নুরুন্নাহার বেগমের (২২) সাথে ৭ বছর আগে কবির সরদারের বিয়ে হয়। তাদের ঘরে ৩ সন্তানের জন্ম হয়।
মঙ্গলবার রাতে তারা একত্রে ঘুমাতে যায়। মধ্যরাতের পরবর্তী কোন এক সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
সকালে কবির স্ত্রীর মরদেহ ঘরে রেখে পাশ্ববর্তী ধান ক্ষেতে পালিয়ে থাকলে স্থানীয়রা সেখান থেকে আটক করে। কবিরের সহযোগি মো. ছালামকেও আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
হিজলা থানার অফিসার ইনচার্জ আ.জা.মো. মাসুদুজ্জামান বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী