
বরিশাল: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাস থেকে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের চার কর্মীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।
এদের মধ্যে শুক্রবার তিন জনকে ছেড়ে দিয়ে বাকি একজনকে পুরাতন মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো ছাত্রলীগ কর্মী হলেন- রফিকুল ইসলাম রুবেল। তিনি কলেজের মাষ্টার্সের ছাত্র বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আজাহারউদ্দিন ।
এছাড়া ছেড়ে দেয়া হয়েছে কমল হালদার, সঞ্জয় দাস ও মুন্নাকে। এরা সবাই কলেজের অশ্বিনী কুমার হলের ছাত্র।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রাবাসের রাকিবের সঙ্গে রুবেলে হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল পাল্টা হামলার প্রস্তুতি নেয়। খবর পেয়ে তারা গিয়ে চার জনকে পেয়ে থানায় নিয়ে যায়।
পুলিশ রুবেলের ঘর থেকে ধারালো দা ও টেডা উদ্ধার করেছে।
পরে রুবেলকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
প্রতিনিধি, সম্পাদনা-ময়ূখ