বরিশাল বেহাত জমি উদ্ধার করা হবে: ভুলু

বরিশাল: জেলায় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু বলেন, ‘জেলা পরিষদের যেসব জায়গা বেহাত হয়েছে তা যে কোনো মূল্যে উদ্ধার করা হবে।’
বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ সচিব দেবী চন্দের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলার প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সম্পাদক পুলক চ্যাটার্জি, যুগ্ন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান।
এদিকে অনুষ্ঠান শুরুর আগে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার সহ বরিশালের কৃতি-সন্তান কৃষক-নেতা শহীদ আঃ রব সেরনিয়াবাদ ও তার পরিবারের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/হাজি/জাই