
বরিশাল: দুই বছর মেয়াদী মেধা ও সাধারন গ্রেডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা ঘোষনা করেছে বরিশাল বোর্ড।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পাসকারীদের মধ্যে দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।
আগামী জুলাই থেকে ২০১৭ সালের জুলাই পর্যন্ত মাসিক ৬৫০ টাকা হারে দুই বছর মেধা বৃত্তি পাবে টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা। সাধারন বৃত্তিপ্রাপ্তরা মাসে সাড়ে ৪০০ টাকা করে পাবে।
এ বছর মেধা ভিত্তিক (ট্যালেন্টপুল) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের যোগ্যতা ছিল জিপিএ-৫।
বরিশাল বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ২৪০ জন জিপিএ-৫ পেয়েছে।
এর মধ্যে বোর্ড কতৃপক্ষের মেধাবৃত্তি প্রাপ্তদের সংখ্যা বরিশাল জেলার ৪৩, পটুয়াখালীর ১২, বরগুনার ১০, ঝালকাঠির ০৭, ভোলার ১৪ ও পিরোজপুরের ১৫ শিক্ষাথী সহ ১০১ শিক্ষার্থী।
মেধা তালিকায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেশি বৃত্তি পেয়েছে। এ বিভাগের ৫৮ শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি পেয়েছে। এরপরে বানিজ্য বিভাগের ২৫ ও মানবিকের ১৮ শিক্ষার্থী।
সাধারণ কোটায় বোর্ড ভিত্তিক বৃত্তি পেয়েছে এক হাজার ২২৭ শিক্ষার্থী। উপজেলা ভিত্তিক এ সংখ্যা ১৬৮ ও মহানগর কোটায় ৮ জন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই