
স্পোর্টস রিপোর্টার: লিওনেল মেসি-সুয়ারেজদের পেছনে ফেলে ২০১৬ সালে ব্যালন ডি’অর জয় করেছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। তখন থেকেই ধারনা করা হয়েছিল, ‘পর্তুগালের বর্ষসেরা ফুটবলার’র খেতাবটাও যাবে তার গলে। অবশেষে হয়েছেও তাই।
সোমবার রাতে ঘোষিত পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেছেন ক্রিষ্টিয়ানো রোনালদো। পেপে ও গোলকিপার রুই প্যাট্রিকোকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব জিতেন তিনি।
দেশের ফুটবলের সর্বোচ্চ এ পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সি আর সেভেন বলেন, ‘আমার জন্য বছরটা ছিল খুবই স্পেশাল। কারণ, একমাত্র ইউরোর শিরোপাটাই আমার অধরা ছিল। আমি পর্তুগালের মানুষের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের ওপর ভরসা রেখেছে বলেই ইউরো জেতা সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, গত বছর রোনালদো ম্যাজিকে তার দেশ পর্তুগাল প্রথমবারের মতো ইউরো কাপ জয় করেছিল। আর তার হাত ধরেই ২০১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। নিজের পারফর্ম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুনই এমন সম্মান এনে দিয়েছে তাকে।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: ইয়াসিন