Thursday, July 7th, 2022
বলিউডের যে সুপারহিট সিনেমাগুলোর গল্প বাস্তব জীবন থেকে নেয়া
August 19th, 2016 at 12:19 pm
বলিউডের যে সুপারহিট সিনেমাগুলোর গল্প বাস্তব জীবন থেকে নেয়া

ডেস্ক: বলিউডে হাজারো গল্প নিয়ে নিত্যদিন ছবি তৈরি হয় ও মুক্তি পায়। কিছু সিনেমা দর্শকদের মনে ঠাঁই পায়, কিছু ছবির ভিড়ে হারিয়ে যায়। বলিউডের ছবি মানে যেমন প্রথম থেকে শেষ শুধু বিনোদন, তেমনই বলিউড মানে অন্য ধারার ছবিরও জায়গা। অর্থাৎ সব ধরনের ছবিই যুগে যুগে এই ইন্ডাস্ট্রি উপহার দিয়ে আসছে।

বলিউডের সিনেমায় এক অদভুত মিশেল পাওয়া যায়। বিনোদনের মোড়কে অনেক সিরিয়াস বিষয় নিয়েও বলিউডে ছবি হয়। আবার কিছু ছবি হয় যার গল্প জীবন থেকে নেওয়া। অর্থাৎ বাস্তব জীবনের কোনও কাহিনি বলিউডের পর্দায় অসাধারণ হয়ে ওঠে।

বলিউডে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতানেত্রী, খেলোয়াড়, বিনোদন জগতের ব্যক্তিত্ব, ভারতের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা বা কাল নিয়ে সিনেমা তৈরি হয়েছে। আর তা বলিউডে চূড়ান্ত সাফল্যও পেয়েছে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগত সিং, মেরি কম, মিলখা সিংয়ের মতো চরিত্রদের নিয়ে অতীতে সিনেমা হয়েছে।

আবার কিছু সিনেমা এমনও তৈরি হয়েছে যার কাহিনি আসলে বাস্তব জীবনে সত্যিই ঘটেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার অভিনীত রুস্তম সিনেমাটি যেমন বাস্তবের একটি গল্প অবলম্বনে নির্মিত। এমন বহু সিনেমা রয়েছে।

জেনে নিন, এমনই কয়েকটি বলিউড সিনেমা সম্পর্কে যার কাহিনি আসলে বাস্তব জীবনে সত্যিই ঘটেছে।

হে রাম (২০০০) মহাত্মা গান্ধীর হত্যা নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল। এতে মুখ্য ভূমিকায় ছিলেন কমল হাসান ও শহরুখ খান।

p1

জুবেইদা (২০০১) শ্যাম বেনেগালের ছবি জুবেইদা সিনেমা যোধপুরের মহারাজা হনমন্ত সিংয়ের জীবনের উপরে নির্ভর করে তৈরি। সিনেমায় অভিনয় করেন করিশ্মা কাপুর, রেখা, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা।

p2

শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা (২০০৭) ১৯৯১ সালে লোখন্ডওয়ালা কমপ্লেক্সে শুটিংয়ের ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি। মুম্বই পুলিশ ও অপরাধীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তা পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

p3

নো ওয়ান কিলড জেসিকা (২০১১) বিতর্কিত জেসিকা লাল হত্যাকান্ড নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেন বিদ্যা বালন ও রানি মুখোপাধ্যায়।

p4

গ্যাংস অব ওয়াসিপুর (২০১২) ধানবাদ ও ঝাড়খণ্ডের কয়লা মাফিয়াদের উপরে তৈরি এই সিনেমায় অভিনয় করেন মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, হুমা কুরেশি, রিচা চাড্ডার মতো অভিনেতারা।

p5

পান সিং তোমর (২০১২) পান সিং তোমর সিনেমাটিতে অভিনয় করেন ইরফান খানের মতো অভিনেতা। এই সিনেমাটিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি।

p6

স্পেশাল ২৬ (২০১৩) ১৯৮৭ সালের অপেরা হাউস ডাকাতি নিয়ে তৈরি হয়েছে স্পেশাল ২৬ সিনেমাটি। সিবিআই অফিসার সেজে ডাকাতদের একটি দল মুম্বইয়ের একটি সোনার দোকানে হানা দেয়। তা নিয়েই সিনেমা।

p7

মাদ্রাজ ক্যাফে (২০১৩) শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের হস্তক্ষেপ ও রাজীব গান্ধী হত্যা নিয়ে তৈরি ছবি মাদ্রাজ ক্যাফে সিনেমাটি প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।

p8

তলোয়ার (২০১৫) তলোয়ার সিনেমাটি আরুশি হত্যাকাণ্ড নিয়ে তৈরি। এই সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান, কঙ্কনা সেনশর্মার মতো অভিনেতারা।

p10

নীরজা (২০১৬) বিমান সেবিকা নীরজা ভানোটের জীবনের উপরে তৈরি সিনেমা নীরজায় অভিনয় করেন সোনম কাপুর। ১৯৮৬ সালে প্য়ালেস্তানীয় জঙ্গিরা মার্কিন বিমান অপহরণ করে। যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দেন নীরজা। তা নিয়েই ছবিটি তৈরি হয়েছে।

17-1471437337-16-1471342585-11

 

এয়ার লিফট (২০১৬) ১৯৯০ সালে কুয়েতে ইরাকের হামলার সময়ে সেখান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা নিয়েই ছবিটি তৈরি। অভিনয় করেছেন অক্ষয় কুমার।

p11

প্রতিবেদন ও সম্পাদনা: শিপন আলী

 

 

 


সর্বশেষ

আরও খবর

লাইফসাপোর্টে কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর

লাইফসাপোর্টে কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর


৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পরীমনি


পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন

পরীমনির সাথে ঘনিষ্ঠতা থাকায় ডিবি থেকে বদলি হলেন এডিসি সাকলায়েন


পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক


পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর

পরীমনির মাদকের দুই মামলা ডিবিতে হস্তান্তর


চার দিনের রিমান্ডে পরীমনি

চার দিনের রিমান্ডে পরীমনি


পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ

পরীমণির পর আটক হলেন প্রযোজক নজরুল ইসলাম রাজ


পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে

পরীমনির বাসায় মিলেছে মদ, আইস ও এলএসডি, র‍্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে


কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন


নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি

নাসির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করলেন পরীমণি