
মুম্বাই: বলিউডের জাঁকজমক আর নামকরা তারকাদের চালচলন, জীবনযাপনে যে আভিজাত্যের ছোঁয়া তা অনেকেরই অজানা নয়। শুধু তাই নয়, সেই আভিজাত্যের বহিঃপ্রকাশ দেখা যায় কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রেও।
উপহার দিতে বিশাল অঙ্কের অর্থব্যয় করে নামকরা বলিউড সেলিব্রেটিরা। সেই উপহারগুলোর অর্থমূল্য কেমন অঙ্কের হতে পারে তা জানলে একটু অবাকই হবেন।
জেনে নিন এমন ১০টি উপহারের কথা।
এক. অভিষেক এবং ঐশ্বরিয়া রাই বচ্চন তাদের মেয়ে আরাধ্যাকে জন্মদিনে ২৫ লক্ষ টাকা মূল্যের মিনি কুপার গাড়ি গিফট করেছিলেন।
দুই. ‘রা-ওয়ান’ ছবির দুর্দান্ত সাফল্যের পর শাহরুখ খান ওই ছবির পাঁচ সহশিল্পীকে একটি করে ‘বিএমডব্লিউ সেভেন’ গাড়ি উপহার দেন। এক একটি গাড়ির দাম ছিল এক কোটি টাকা।
তিন. আমির খান তার স্ত্রী কিরণ রাওকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে একটি হলিডে হোম উপহার দিয়েছিলেন। মূল্য প্রায় ৭৫ কোটি টাকা।
চার. মেয়ে হওয়ার খুশিতে কাজলকে একটি ‘অডি সেডান’ গাড়ি উপহার দিয়েছিলেন অজয় দেবগন। গাড়িটির দাম ৩৫ লক্ষ টাকা।
পাঁচ. শিল্পা শেঠিকে বহু মূল্যবান উপহারই দিয়েছেন তার স্বামী রাজ কুন্দ্রা। কিন্তু সব থেকে মূল্যবান উপহারটি হল বিশ্বের সবেচেয় উঁচু টাওয়ার বুর্জ খলিফার উনিশতলায় একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটির দাম প্রায় ৫০ কোটি টাকা।
ছয়. ‘একলব্য’ ছবিতে অভিনয় করার জন্য বিগ-বি’কে ধন্যবাদ জানাতে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ‘রোলস রয়েস’ গাড়ি উপহার দিয়েছিলেন বিধুবিনোদ চোপড়া।
সাত. জুহু’তে ৩০ কোটি টাকা দামের একটি ফ্ল্যাট বিদ্যা বালনকে উপহার দিয়েছিলেন ইউটিভি প্রধান সিদ্ধার্থ রায় কপূর।
আট. ‘কিক’ ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে একটি দামি পেইন্টিং উপহার দেন সালমান। এই ছবিটির দাম ছিল আড়াই কোটি টাকা।
নয়. পিছিয়ে নেই নতুন তারকারাও। সিদ্ধার্থ মালহোত্রা প্রায় দেড় কোটি টাকা দামের একটি ক্যামেরা উপহার দেন আলিয়া ভাটকে।
দশ. শোনা যায় রানী মুখার্জীকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় ১ কোটি ২৫ লক্ষ টাকা দামের একটি ‘অডি এ-এইট’ গাড়ি উপহার দেন আদিত্য কপূর। সূত্র: এবিপি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই