
ঢাকা : রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে আগুন লাগার পর ১১জন ছাদে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। রোববার দুপুর ৩টার দিকে ম্যাকানিক্যাল ডিপার্টমেন্টের লবি অপারেটর জমির উদ্দিন নিউজনেক্সটবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমার কর্মস্থল ৯ তলায় বাস কন্ট্রোল রুমে। ঘটনার সময় সেখানে এনাউন্সার শামীমা রহমান, ইখতিয়ার ও জয় উপস্থিত ছিলো। আগুন যখন ভয়াবহ আকার ধারণ করে কর্মকর্তাদের নির্দেশে আমরা চারজনই ১০ তলা দিয়ে বের হওয়ার চেষ্টা করি। কিন্তু আমি তাদের খুঁজে না পেয়ে আবার নয় তলায় চলে আসি এবং সিড়ি দিয়ে কোনো ভাবে দম বন্ধ করে নিচে নেমে আসি। পরে ফোন দিয়ে জানতে পারি তারা তিনজনসহ মোট ১১জন ছাদে অবস্থান করছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ছয়তলার একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এ মুহূর্তে ২৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
এর আগে ২০০৯ সালের ১৩ মার্চ বসুন্ধরা সিটিতে আগুন লেগেছিল। ওই অগ্নিকাণ্ডে সাত জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। বসুন্ধরা গ্রুপের প্রধান দফতরসহ ১৭টি প্রতিষ্ঠান পুড়ে যায়। বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের তৈরি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল। ওখানে অন্তত দুই হাজার দোকানসহ সিনে কমপ্লেক্স, মিনি গেম জোন, কয়েকটি বিশাল হল ও অফিস রয়েছে।
প্রতিবেদক-এম.রেজাউল করিম, সম্পাদনা-জাহিদুল ইসলাম