Sunday, July 3rd, 2022
বসুন্ধরায় আগুনে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
August 22nd, 2016 at 11:28 am
বসুন্ধরায় আগুনে ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাকা: রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে রোববার সকাল সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের দীর্ঘ সাড়ে ৯ ঘন্টার প্রচেষ্টার পর রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে শপিং মলের দোকানিরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান জানিয়েছেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তাদের ৫০ কোটি টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বাকি ২০ কোটি টাকা তাদের দোকানের ডেকোরেশন নষ্ট হয়েছে।

তিনি জানান, আগুনে ছয় তলার সি ব্লকে ১০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছয় থেকে সাতটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। অধিকাংশই জুতার দোকান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান সাংবাদিকদের জানান, দিনভর প্রচণ্ড বাতাস ও ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বাঁধার সম্মুখীন হন ফায়ার সার্ভিসের কর্মীরা। সাড়ে ৯ ঘন্টা প্রচেষ্টার পর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন নিয়ন্ত্রণে আসে।

basundhara_city_fire_239

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলেই কেন বারবার আগুন লাগে? এ নিয়ে তিন তিনবার আগুন লাগল বসুন্ধরা সিটিতে। আমি এ বিষয়ে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে জানতে চাই? আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে।’

উল্লেখ্য, ২০০৯ সালের ১৩ মার্চ বসুন্ধরা সিটি শপিং মলের উপরের দিকে ভয়াবহ আগুনে সাতজনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন শতাধিক ব্যক্তি। এরপর ওই বছরের আগস্টে এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা সিটিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

প্রতিবেদন: ইয়াসিন, সম্পাদনা: সাইফুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার