বসুন্ধরা সিটিতে আগুন
আগুন, বসুন্ধরা সিটি, লেবেল-৬, সূত্রপাত

ঢাকা: রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে আগুন লেগেছে। লেবেল-৬ এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন লেবেল-৪ অবস্থিত মনেরেখ শাড়িজ এর ম্যানেজার শাহাদাত হোসেন।
তিনি জানান পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তারা সবাইকে বের করে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এছাড়া আরো ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান।
কি ভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
প্রতিবেদন ও সম্পাদনা: সাইফুল ইসলাম/প্রিতম সাহা সুদীপ