
প্রীতম সাহা সুদীপ ও আশিক মাহমুদ, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বহিরাগতদের ঠেকাতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। তবে বেশ কিছু দিন আগে থেকেই বহিরাগতদের ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে বলে ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান দুই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর পক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বহিরাগত দলীয় সমর্থক, ক্যাডারা জড়ো হয়েছেন নারায়ণগঞ্জে। শত শত বহিরাগত নারায়ণগঞ্জ শহর ও শহরের আশপাশের এলাকায় নিরব প্রচারণাও চালাচ্ছেন বলেও জানা গেছে। কঠোর নিরাপত্তার মধ্যেও বহিরাগতদের তৎপরতায় আতঙ্কিত নারায়ণগঞ্জবাসী।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন উপলক্ষে সোমবার মধ্য রাত থেকেই বহিরাগত প্রবেশ, অবস্থান ও যানবাহন নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিল ইসি। তবে রাজধানী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বা তল্লাশি তেমন একটা চোখে পড়েনি। এমনকি শহরেও বহিরাগতদের বিষয়ে নাম মাত্র ঘোষণা ছাড়া প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
তবে বিএনপির আভিযোগ, খালেদা জিয়ার নারায়ণগঞ্জ আসা ঠেকাতে আকস্মিক ভাবে উদ্দেশ্য করে নির্বাচন কমিশন বহিরাগতদের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছিল।
নাসিক নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বহিরাগদের সমাগম ঘটিয়েছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা। শহরের বিভিন্ন আবাসিক হোটেলসহ নিজস্ব তত্ত্বাবধানে বিভিন্ন বাসায় রাখা হয়েছে তাদেরকে।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী প্রচারণা মূল ক্যাম্পে বুধবার বিকেলে কথা হয় রাজধানীর নরসিংদী থেকে আসা আওয়ামী লীগ নেতা সুজন মিয়া, লুতফুর রহমান ও জামাল হোসেনের সঙ্গে। তারা তখন আইভীর পক্ষে প্রচারণা চালিয়ে এসে ১০-১৫ জনের একটি দল বসেছেন নির্বাচনী প্রচারণা ক্যাম্পে। জামাল হোসেন জনান, তিনি নরসিংদী জেলার বাসিন্দা। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
বহিরাগতদের প্রচারণাতো দূরের কথা নারায়ণগঞ্জে অবস্থান নিতেই নির্বাচন কমিশন এরই মধ্যে নিষিদ্ধ করেছে; এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
একইভাবে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেনের নির্বাচনী ক্যাম্পে কথা হয় বিক্রমপুরের বিএনপি নেতা আশরাফ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে বিক্রমপুরের ভোটার সংখ্যা অনেক। যার অধিকাংশই বিএনপির সমর্থক। সেই ভোটারদের ভোট নিশ্চিত করতেই আমিসহ অনেক প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জে এসেছি।’
সম্পাদনা: সজিব ঘোষ