
ডেস্ক: ইউরো-২০১৬ কলঙ্কিত হলো ইংল্যান্ড ও রাশিয়ার সমর্থকদের জন্য। এই কলঙ্কের দায় নিয়ে ফুটবলের জমজমাট এই আসর থেকে বহিষ্কারও হতে পারে দেশ দুটি। উয়েফা হুশিয়ারি জানিয়েছে, ইংল্যান্ড ও রাশিয়ার সমর্থকেরা আবার কোনো সহিংস ঘটনা ঘটালে এই দুই দলকেই ইউরো ২০১৬ থেকে বহিষ্কার করা হবে।
শনিবার রাতে ইংল্যান্ড-রাশিয়া ম্যাচে গ্যালারিতে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ ঘটনার জন্য রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।টিভি ফুটেজে দেখা যায়, মার্সেইয়ে ১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচের পর রুশ সমর্থকেরা ইংলিশ সমর্থকদের উপর চড়াও হয়। রাশিয়ার বিরুদ্ধে সমর্থকদের ঝামেলা সৃষ্টি করা, বর্ণবাদী আচরণ ও ফ্লেয়ার জ্বালানোর অভিযোগ করেছে উয়েফা।
এই ঘটনায় গ্যালারিতে দুই দলের সমর্থকদের পৃথক রাখতে যথাযথ ব্যবস্থা ছিল না বলেও স্বীকার করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
আগামী বৃহস্পতিবার ফ্রান্সের লঁসে ইংল্যান্ডের পরের ম্যাচে অতিরিক্ত পুলিশ পাঠানোর প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ম্যাচের শেষ দিকে এক পর্যায়ে রুশ সমর্থকরা স্টেডিয়ামের ভেতরে ফ্লেয়ার জ্বালাতে শুরু করলে গণ্ডগোলের সূত্রপাত হয়। এ সময়ে এক পক্ষের গ্যালারি থেকে বেড়া ডিঙিয়ে অন্য পক্ষের গ্যালারিতে দর্শকদের যেতে দেখা যায়। এ সময় ইংলিশ দর্শকদের মধ্যে তৈরি হয় আতঙ্ক।
পরে সহিংসতা থামাতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয় ফরাসি পুলিশকে। এ সময় আহত হয় অন্তত পাঁচ জন, স্টেডিয়াম এলাকা থেকে ছয় জনকে আটক করা হয়। ম্যাচের আগের দুই দিনেও বন্দর নগরী মার্সেইয়ে ইংলিশ ফুটবল সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সমর্থক ও পুলিশের কয়েক দফা মারামারি বাধে।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস