
মানিকগঞ্জ: জেলার শিবালয় উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা ভবনটি নির্মাণের ১৮ বছর পরেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিত্যাক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রায় তিন বছর আগে এ ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হলেও তা অপসারণ না করায় মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে উক্ত ভবনটি। ফলে দুর্ঘটনার আশংকায় শিক্ষার্থীদের পাঠদান চলছে বাঁশ বাগানে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭২ সালে স্থাপিত এ বিদ্যালয়ের অফিস ও শ্রেণি কক্ষ তৈরির জন্য ’৯৫ সালে শিক্ষা অধিদফতর একতলা ভবন নির্মাণ কাজ সম্পূর্ণ করে। ভবন নির্মাণে গুণগত মান সঠিক না হওয়ায় মাত্র ১৮ বছরের ব্যবধানে তা পরিত্যাক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন ভবণের পার্শ্বেই পরিত্যক্ত স্থাপনা অপসারণের উদ্যোগ না নেয়ায় দুর্ঘটনার আশংকা ক্রমেই বাড়ছে।
এদিকে, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ না হওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে বাঁশ বাগানে পাঠদান চালাতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় দারুন ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা জানান, ৩ বছর আগে পরিত্যাক্ত ভবন অপসারণে জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ না করায় এরকম ঝুঁকির সৃষ্টি হয়েছে। নতুন ভবনের নির্মাণ কাজ ১০ শতাংশ সম্পন্ন হয়েছে মাত্র। শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন ভবনের কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই