
ঢাকা: ডেনমার্কের আন্তর্জাতিক সহায়তার বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রামের (বিসিপি ২০১৬-২০২১) আওতায় কৃষি, জলবায়ু পরিবর্তন ও টেকসই জ্বালানি এবং সুশাসন ও মানবাধিকার বিষয়ক ১২টি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৫ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে ডেনমার্ক।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও ডেনমার্কের পক্ষে রাষ্ট্রদূত হান্নে ফাগল স্কেজার স্বাক্ষর করেন।
বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলারে ৭৬ দশমিক ৮৪ টাকা হিসাবে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৯৩ কোটি ৪৪ লাখ টাকা। ভিশন-২০২১, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং টেকইস উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশকে এই সহায়তা দেবে ডেনমার্ক।
২০১৫ সালের মার্চে ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ঢাকা সফরের সময় এ প্রতিশ্রুতি দেন। সে ধারাবাহিকতায় ডেনমার্ক বাংলাদেশের জন্য ‘কান্ট্রি প্রোগ্রাম’সাজিয়েছে।
মেজবাহ বলেন, কৃষি, জলবায়ু পরিবর্তন ও টেকসই জ্বালানি এবং সুশাসন বিষয়ক ১২টি প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ডেনমার্কের অনুদানের পাশাপাশি বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই