Thursday, July 7th, 2022
বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির
August 11th, 2016 at 11:02 am
বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

রিয়াদ: অবশেষে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশি শ্রমিক নিয়োগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। বুধবার দেশটির লেবার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় নিষেধাজ্ঞাটি তুলে নেয়। গত ছয় বছর ধরে কেবল গৃহকর্মী ছাড়া বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা ছিল সৌদিতে।

শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুবই আনন্দিত সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। তিনি জানান, এটা বাংলাদেশের সম্ভাব্য সব শ্রমিকের জন্য খুবই খুশির খবর। রাষ্ট্রদূত জানান, জুন মাসে পবিত্র দুই মসজিদের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার বৈঠকের সূত্র ধরে শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো।

গোলাম মসিহ বলেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে সবশ্রেণির কর্মী যেমন- দক্ষ, অদক্ষ, পেশাজীবীদের মধ্যে ডাক্তার, নার্স, শিক্ষক, কৃষি ও নির্মাণ শ্রমিক সবাই এখন সৌদি আরবে যাওয়ার সুযোগ পাবেন। এ জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত।

saudi 1 0

তিনি বলেন, ‘আমাদেরকে সৌদিতে শ্রমিক নিয়োগের অনুমতি দেয়ার জন্য বাদশাহ সালমানকে অসংখ্য ধন্যবাদ। গোলাম মসিহ উল্লেখ করেন যে, সৌদি আরব ভালো ও খারাপ সব সময়েই বাংলাদেশের পাশে ছিল।’

বর্তমানে সৌদি আরবে ১৩ লাখ বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজ করছেন। এর মধ্যে ৬০ হাজার আছেন নারী গৃহকর্মী। গত জুন মাস থেকে কেবল পুরুষ গৃহকর্মীদের জন্য ভিসার অনুমোদন দেয়া হয়। অনেকে সে ভিসা নিয়ে সৌদি আরবে কাজের সন্ধানে যাচ্ছেন। প্রতি মাসে গড়ে ছয় হাজার নারী যাচ্ছেন গৃহকর্মী হিসেবে।

গোলাম মসি জানান, সৌদি আরবজুড়ে ৪৮ খাতের শ্রমিক সরবরাহ করছে বাংলাদেশ। তারা বিভিন্ন খাতে কাজ করছেন। জানুয়ারি মাসে বাংলাদেশি গৃহকর্মী আরো বেশি হারে পাঠানোর জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও সৌদি শ্রম মন্ত্রী মুফরেজ আল-হাকাবানি একমত হন।

ওই সময় দুই মন্ত্রী অভিবাসন ব্যয় কমানো, সৌদিগামী শ্রমিকদের প্রশিক্ষণসহ মানবসম্পদ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। পরে জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাদশাহ সালমানের মধ্যকার বৈঠকে বিষয়টি গুরুত্ব পায়। সূত্র: আরব নিউজ।

নিউজনেক্সটবিডি ডটকম/এসআই


সর্বশেষ

আরও খবর

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?


যে গল্প এক অদম্য যোদ্ধার

যে গল্প এক অদম্য যোদ্ধার


আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০


সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি

সীমান্ত কাঁটাতারে বিদ্যুৎ: আলোচনায় বিজিবি-বিজিপি


চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার

চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর সরকার