
ঢাকা: বাংলাদেশ অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথমবারের মতো হাইপারটেনশনের ওষুধ কার্ভোডিলল রফতানি শুরু করেছে আমেরিকার বাজারে।
বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন বার্নিকাট উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, আমরাই প্রথম যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানি শুরু করেছি। এটা শুধু আমাদের জন্য নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ওষুধের জন্য একটি বড় বাজার। যেখানে ওষুধ রফতানির জন্য আমরা সুযোগ তৈরি করতে পেরেছি। আমাদের বিশ্বাস, শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের ওষুধের শক্তিশালী বাজার তৈরি করতে পারব।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বর্তমানে ৫০টিরও বেশি দেশে ওষুধ রফতানি করছে।
নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/জাই