বাংলাদেশের কাছে বিধ্বস্ত ভুটান

ঢাকা: প্রথম ম্যাচে হংকং-কে তুলোধুনো করার পর ৪র্থ রোল বল বিশ্বকাপে ভুটানকে ৯-২ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের রোল বলের পুরুষ দল।
হংকং-কে ১৯-১ গোলে হারানোর পর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলাটি শিডিউল অনুযায়ী দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই অনুষ্ঠিত হয়।
খেলার প্রথম থেকেই ম্যাচের ড্রাইভিং পজিশনে ছিলেন আসিফরা। প্রথমার্ধ শেষ হয়েছে ৩-২ এ উত্তেজনা ছড়িয়ে। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে আরও ৬ গোল করে বাংলাদেশ। এ সময় ভুটান কোন গোল করতে পারেননি।
বাংলাদেশের হয়ে হৃদয় ও আরাফাত করেছেন ৪টি করে গোল। বাকি একটি গোল করেন আরাফাত। এ নিয়ে দু ম্যাচে ১৫ গোল করেছেন হৃদয়।
সম্পাদনা: জাবেদ চৌধুরী