
ঢাকা: বিশ্বের বিভিন্ন মিডিয়ায় খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। তার মধ্য থেকে কিছু খবর:
দি ইন্ডিয়ান এক্সপ্রেস: ভারতের পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের জন্য রেডিও চ্যানেল পুনরায় চালু করছে ভারতের অল ইন্ডিয়া রেডিও। ২৮ জুন কলকাতায় দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জী ও পশ্চিবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে রেডিও চ্যানেলটি পুনরায় চালু করা হবে।
এতে উভয় দেশের অনুষ্ঠান যৌথভাবে প্রচার করা হবে। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম বাংলা রেডিও চ্যানেল চালু করে ভারত। সেটি চলমান ছিল ২০১০ সাল পর্যন্ত। পরে এটি বন্ধ হয়ে যায়। এখন সেটি পুনরায় চালু করা হচ্ছে।
গালফ টাইমস: মধ্যপ্রাচ্যের পত্রিকাটি ‘নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাথে বসছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির বিষয়ে ১৫ জুলাই দুই ব্যাংকের কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে।
দি ওয়াইরলেস: নিউজিল্যান্ডের পত্রিকাটি ‘কিভাবে বাংলাদেশ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। একে কিভাবে রক্ষা করা যাবে’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অনেক অঞ্চল সাগরে ডুবে যাওয়া এবং মানুষের জীবন ও বসবাস হুমকির মুখে পড়ার বিষয়টি তুলে ধরা হয়।
দি বিজনেস টাইমস: মিডিয়াটিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক তদন্তে কেন্দ্রীয় ব্যাংকে ঘাপলা পাওয়া গেছে। এতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনাটি তুলে ধরা হয়। বলা হয়, ভেতরে অনিয়ম পাওয়া গেছে।
রয়টার্স: বার্তা সংস্থাটি ‘নদী খেয়ে ফেলছে ভূমি ও বাড়ি, আটকে পড়ছেন গরীব গ্রামবাসী’ শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়। এতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদীর ভাঙনে স্থানীয় মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই