
ঢাকা: প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন মিডিয়ার খবরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। তার মধ্য থেকে কিছু খবর:
গাফল নিউজ: মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পত্রিকাটি লিখেছে, ‘উগ্রপন্থি জঙ্গিদের বিরুদ্ধে কড়া অভিযান বাংলাদেশের জন্য সুখবর।’ এতে বলা হয়, ৬ জুন থেকে দেশে বেড়ে উঠা সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।
এটি বাংলাদেশ ও এর প্রতিবেশিী দেশগুলোর জন্য সুখবর উল্লেখ করা হয় পত্রিকাটিতে। বলা হয়, অভিযান নির্দেশ করছে যে, সন্ত্রাসী ও জঙ্গিদের টানা হামলার ঘটনায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেষ হাসিনার ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে।
রয়টার্স: সংবাদ সংস্থাটি লিখেছে, বাংলাদেশে সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হাতে হিন্দু পুরোহিত খুন। এতে ঝিনাইদহে গলাকেটে পুরোহিত হত্যার খবরটি তুলে ধরা হয়।
এপি: বার্তা সংস্থা এপি লিখেছে, বাংলাদেশে হিন্দু পুরোহিতকে গুলি করে ও কুপিয়ে হত্যা। এতেও ঝিনাইদহে পুরোহিত হত্যার বিষয়টি তুলে ধরা হয়।
সিএনএন: যুক্তরাষ্ট্রের মিডিয়াটি লিখেছে, হিন্দু পুরোহিত হত্যার দায় স্বীকার করেছে আইএস। এতে বলা হয়, ঝিনাইদহে ৭০ বছর বয়সী হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠনটি।
বিবিসি: ব্রিটিশ মিডিয়াটি লিখেছে, সন্দেহভাজন ইসলামপন্থিদের হাতে বাংলাদেশে হিন্দু পুরোহিত খুন। এতে ঝিনাইদহের পুরোহিতকে গলাকেটে হত্যার খবর তুলে ধরা হয়।
এশিয়া টাইমস: পত্রিকাটি লিখেছে, তিনদিনে তিন হত্যা বাংলাদেশকে ব্যথিত করেছে। এতে এসপির স্ত্রী মিতু হত্যা, ঝিনাইদহে হিন্দু পুরোহিত ও নাটোরে খ্রিস্টান দোকানি হত্যার খবর প্রকাশ করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই