বাংলাদেশের শামলী অলিম্পিক র্যাংকি এ ৫৩তম

ডেস্ক: অলিম্পিক র্যাংকিং রাউন্ডের লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দলের আরচার শামলী রায়। ৬৪ জন প্রতিযোগির মধ্যে ৫৩তম স্থান অর্জন করেছেন এই প্রতিভাবান।
মেয়েদের ব্যক্তিগত এই ইভেন্টে তার স্কোর হয়েছে ৭২০ এর মধ্যে ৬০০। অথচ গত বছর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশীপে তার স্কোর ছিল ৬১৮।
র্যাংকিং রাউন্ডের প্রভাব অবশ্য মূল প্রতিযোগিতায় পড়বে না। অলিম্পিকে এলিমিনেশন রাউন্ডে অংশগ্রহণের লড়াইয়ে তাকে প্রথমে মোকাবেলা করতে হবে মেক্সিকোর গ্যাব্রিয়েল বায়ার্দোর। র্যাংকিং রাউন্ডে ১২তম স্থান লাভ করেছেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/হাজি