বাংলাদেশের সাঁতারু মাহফিজুরের অলিম্পিক শেষ

রিও ডি জেনিরো: আগেই বিদায় নিয়েছেন শুটার আবদুল্লাহ হেল বাকি ও আর্চার শ্যামলী রায়। এবার সাঁতারু মাহফিজুর রহমানকেও বিদায় নিতে হলো রিও অলিম্পিকের মহাযজ্ঞ থেকে। একমাত্র ইভেন্ট ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়েছেন মাহফিজুর।
এই ইভেন্টে মাহফিজুরের লক্ষ্য ছিল নিজের সেরা টাইমিং করার। গেমসের ষষ্ঠ দিন বাংলাদেশ সময় বৃহস্পতিবার অলিম্পিক অ্যকুয়াটিক সেন্টারে তিনি টাইমিং করেছেন ২৩.৯২ সেকেন্ড।
আর সম্প্রতি থাই ওপেনে টাইমিং করেছিলেন ২৩.৯৩ সেকেন্ড। ইভেন্টটিতে ২৪.৪৩ সেকেন্ড কোয়ালিফাইং টাইম নিয়ে রিওতে ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেয়ার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছিলেন তিনি।
অবশেষে রিওতে হিটে অংশ নেয়া ৮৫ জন সাঁতারুর মধ্যে ৫৪তম হয়ে বিদায় নিয়েছেন মাহফিজুর। হিট থেকে সেরা ১৬ জন সেমিফাইনালে পৌঁছেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই