
ঢাকা: বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় ভারত। একইসঙ্গে বাংলাদেশে উন্নয়নের ধারাও যেন অব্যাহত থাকে সেটিও প্রত্যাশা করে দেশটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৃহস্পতিবার বিকালে সফররত ভারতের শিল্প, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভুর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
নির্বাচন কেমন হবে, পরিবেশ কেমন হবে সুরেশ প্রভু জানতে চেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি তাকে বলেছি, আমি বিশ্বাস করি আমাদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হবে।
তবে নির্বাচন উপলক্ষে সুরেশ প্রভু বাংলাদেশে আসেননি জানিয়ে কাদের বলেন, তিনি এসেছেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও উভয়ের স্বার্থ সম্পর্ক আরো জোরদার করতে, আরো উন্নত করতে।
ওবায়দুল কাদের বলেন, বুধবার দেখা হওয়ার কথা থাকলেও তিনি কয়েকদিন ঢাকার বাইরে থাকায় তা সম্ভব হয়নি। তার (সুরেশ) সঙ্গে খুব কম সময় দেখা হলেও তিনি খুব সহজে মানুষকে জয় করে নেন। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তার আশাবাদও মন্ত্রীকে মুগ্ধ করেছে।
গত ২৪ সেপ্টেম্বর পাঁচদিনের সফরে বাংলাদেশ সফরে আসেন সুরেশ প্রভু। সফরে সুরেশ প্রভু ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে ভোলা সফরে যান তিনি। চলতি বছরের এপ্রিলে সুরেশ প্রভুকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেই সফরে আসেন ভারতীয় মন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান