
ঢাকা: ছাতকে সিমেন্ট ও কাগজ কারখানা স্থাপনে বিনিয়োগ করবে সৌদি আরবের বিখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান আল রাজী গ্রুপ। শিল্প মন্ত্রণালয়ে বিসিআইসি এবং আল রাজী গ্রুপের মধ্যে বৃহস্পতিবার এ সংক্রান্ত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে বিসিআইসির পক্ষে এ স্মারকে সই করেন সংস্থার সচিব হাছনাত আহমেদ চৌধুরী এবং সৌদি আরবের মেসার্স আল রাজী কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আল রাজী। এসময় আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীসহ শিল্প মন্ত্রণালয় ও পরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, চলতি বছরের ১-৩ মার্চ শিল্পমন্ত্রী আমু সৌদি আরব সফরকালে সে দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তাওফিগ ফাওজান আলরাবিয়াহ্ এবং সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের কেমিক্যাল, চিনি, সার, সিমেন্ট ও কাগজসহ উদীয়মান শিল্পখাতগুলোতে বিনিয়োগের জন্য সৌদি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪-৬ জুন সৌদি সফরকালে জেদ্দা চেম্বার অব কমার্স আয়োজিত সভায় সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এরই প্রেক্ষিতে আল রাজী গ্রুপের পক্ষ থেকে বিসিআইসির আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানা ছাতক সিমেন্ট কোম্পানি এবং কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড (কেপিএম) এলাকায় সিমেন্ট ও কাগজ কারখানা নির্মাণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সেটি চূড়ান্ত হলো।
সমঝোতা অনুযায়ী, আল রাজী গ্রুপ ও বিসিআইসির যৌথ উদ্যোগে কিংবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিদ্যমান ছাতক সিমেন্ট কোম্পানি সংলগ্ন নিজস্ব জায়গায় তিনশো ৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রসহ বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক প্রযুক্তির একটি সিমেন্ট কারখানা স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যমান কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড (কেপিএম) সংলগ্ন কারখানার নিজস্ব জমিতে তিনশো ৬০ মেগাওয়াট পাওয়ার প্লান্টসহ বার্ষিক তিন লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির একটি কাগজ কারখানা স্থাপন করা হবে। উভয় কারখানায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় শিল্পমন্ত্রী বলেন, “বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উন্নয়ন অংশীদার সৌদি আরব। আল রাজী গ্রুপের সাথে বিসিআইসির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সৌদি-বাংলাদেশ বিনিয়োগের নতুন ধারা সূচনা হলো। এর ধারাবাহিকতায় বাংলাদেশে ভবিষ্যতে আরো সৌদি বিনিয়োগ আসবে। এ সমঝোতা স্মারক প্রাথমিক বিনিয়োগ চুক্তি।”
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের