ঢাকা: ২০৪০ সালের মধ্যে উন্নত ১০টি দেশের কাতারে শামিল থাকবে বাংলাদেশ। এমনটা দাবি করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির সূচক অর্থনীতিতে আমাদের অর্জন সুস্পষ্ট করেছে।’ মন্ত্রী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কথাও জানান।
রাজধানী একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক বাজেট ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এনিয়ে কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি নির্বাহী পরিচালক প্রফেসর মুস্তাফিজুর রহমান। অর্থনীতিবীদ এম সাইদুজ্জামানের উপস্থাপনায় এতে বক্তৃতা করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড .আবদুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পরিকল্পনামন্ত্রী গত সাত বছরে দেশের অগ্রগতির বিভিন্ন সূচকের তুলনামুলক চিত্র তুলে ধরে বলেন, ‘মাত্র এক দশক আগেও আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিল ২২ হাজার কোটি টাকা। বর্তমানে এর আকার বৃদ্ধি পেয়ে এক লাখ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।’
বর্তমানে বাংলাদেশে ৭৬ ভাগ কর্মক্ষম জনসংখ্যা রয়েছে বলেও মন্ত্রী জানান।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে