
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গত সাড়ে ৭ বছরে আমরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। আমরা দেশকে আরো এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছি।’ ছয় দফা দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। সরকারি তথ্যবিবরণীতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে ৭ জুনের শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আজকের এই দিনে আমি ঐতিহাসিক ৭ জুনসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে আমাদের সরকার বদ্ধপরিকর।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে