
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিরোতাকা নাইতো-এর নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ এবং জাপানের মধ্যে অধিক হারে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তা বাস্তবায়নের আশ্বাস দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মাসাহিরো তোকুমুরা এবং অধ্যাপক ড. উকি মিয়াকি।
এ সময় তারা জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মৎস্য প্রজনন ও পানি দূষণ বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, শিজুওকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান যৌথ সহযোগিতামূলক প্রকল্প আরও গতিশীল করার ব্যাপারে মত বিনিময় করা হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: কাউসার আহাম্মদ ও মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ইয়াসিন